শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে কষে চড় দিলেন নারী


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁকে প্রকাশ্যে এক নারী চড় মেরেছেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২২ ১২:৪১ : অপরাহ্ণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁকে প্রকাশ্যে এক নারী চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় আচমকাই এক মহিলা তার উপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাখোঁর গালে কষিয়ে চড় দেন তিনি। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেপ্তার করে প্রেসিডেন্টের নির্বাপত্তারক্ষীরা।

খবরে বলা হয়েছে, রোববার ফরাসি প্রেসিডেন্টের ওপর এ হামলার ঘটনা ঘটে। কেন ওই মহিলা ম্যাখোঁকে চড় দিয়েছেন তা স্পষ্ট নয়। পুরো ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে ফরাসি প্রশাসন।

এর আগে ২০২১ সালের ৮ জুন ফরাসি প্রেসিডেন্টের উপর একই রকমের হামলার ঘটনা ঘটেছিল। তবে সেবার হামলাকারী ছিলেন একজন পুরুষ।

ভিডিওতে হামলাকারী মহিলাকে অলিভ গ্রিন টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। তবে প্রকাশিত খবরে ওই পরিচয় জানায়নি ফরাসি পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দিন ড্রোমে প্রদেশের টাইন দ্য’ হারমিটেজ নামের ছোট্ট একটি শহরতলিতে যাচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। কোভিড মহামারীর জেরে ফ্রান্সের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা। এই আবহে প্রেসিডেন্টের সঙ্গে হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তাতেই আক্রান্ত হন প্রেসিডেন্ট ম্যাখোঁ।

এ ঘটনার পর বিবৃতি দিয়েছে ম্যাখোঁ প্রশাসন। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করেছে তারা।

তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে ওই মহিলা এতো কাছে চলে এলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ওই সময় ম্যাখোঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ও নিরাপত্তারক্ষীদের জবাব তলব করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায়।

উল্লেখ্য, দুদিন আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ম্যাখোঁ। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে ফরাসি পুলিশ।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর