শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২২ ১০:৪২ : পূর্বাহ্ণ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল করা হয়েছে। গতকাল শনিবার রাশিয়া বাংলাদেশকে ল্যাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে।

আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ২৪ নভেম্বর অনুষ্ঠেয় আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন না।

সূত্র জানায়, রাশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর