বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২২ ২:৩৬ : অপরাহ্ণ
ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণবার (৫৬ পিস) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

আজ শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বারগুলো বিজনেস ক্লাসের একটি সিটের নিচে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ন পরিচালক (চট্টগ্রাম) সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সকাল ৮ টা ২২ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে যৌথ দল অভিযান কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের ০৪৭ সিটের নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। তবে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি। বারগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, বিজনেস ক্লাসের ওই সিটে কোনো যাত্রী না থাকায় দ্য কাস্টমস এক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মালিকবিহীন হলেও কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর