রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নির্বাচন নিয়ে বিএনপির পরামর্শ সরকার ও ইসি বিবেচনা করবে: হানিফ


মাহবুব উল আলম হানিফ

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২২ ৬:৩৯ : অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির যদি কোনো সাংবিধানিক পরামর্শ থাকে তা সরকার ও ইসি বিবেচনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে কোনো অসাংবিধানিক চাওয়া সরকার বরদাস্ত করবে না বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভার প্রস্তুতি উপলক্ষে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

নির্বাচন নিয়ে বিএনপির পরামর্শ সরকার ও ইসি বিবেচনা করবে: হানিফ
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘একটি অসৎ উদ্দেশ্যে দেশে অরাজকতা ও নাশকতার মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র অবশ্যই মোকাবেলা করতে হবে। বিএনপি-জামাত বিভাগীয় সমাবেশের মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে মাঠে থাকতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি যদি আন্দোলন করে সরকার পতন করার কথা ভেবে থাকে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ এতোই ঠুনকো না যে কারো ধাক্কায় পতন হয়ে যাবে। যে দলের নেত্রী শেখ হাসিনা, যে দল সরকার পরিচালনায় সেই সরকারকে ধাক্কা দিয়ে পতনের স্বপ্ন না দেখে বিএনপিকে বলবো নির্বাচনের প্রস্তুতি নিন।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশি-বিদেশি অপশক্তি ততই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে কোনো ধরনের অরাজকতা আওয়ামীলীগ বরদাস্ত করবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ীই হবে।’

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্রকে রুখতে দলের নেতাকর্মীদের ঐকব্যদ্ধ হওয়ার বিকল্প নেই। তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার প্রথম পদক্ষেপ হবে আগামী ৪ ডিসেম্বরের পলোগ্রাউন্ডের সমাবেশে। নেত্রীর সেই সমাবেশ যাতে জনসমুদ্রে রূপান্তর হয় চট্টগ্রামের আওয়ামী লীগের সকলস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান মিতা, খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর