শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২২ ১১:১৬ : পূর্বাহ্ণ

লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াসকুরুনি (৩৫) ও একই গ্রামের সাদেকের ছেলে আইনাল হক (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে ওয়াসকুরুনি ও আইনাল সীমান্তের ২২নং পিলারের কাছে গেলে ভারতের শিতাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে আসে।

দুই বাংলাদেশি নিহতের সত্যতা স্বীকার করেছে লালমনিরহাট-১৫ বিজিবির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবাদ পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর