শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন


জাফরুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০২২ ৫:১৬ : অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই।

আজ মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

দলীয় সূত্রে জানা গেছে, জাফরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন থেকে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান জানান, জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে, বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা হবে। এরপর বাঁশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাফরুল ইসলাম চৌধুরী ১৯৯১ সালে বিএনপির সরকারের আমলে চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তিনি পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ছিলেন।

এ ছাড়া জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ছিলেন।

বিএনপি নেতৃবৃন্দের শোক

জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর