রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বেশি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠাবো, বিএনপিকে প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২২ ৬:২৬ : অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আন্দোলনের নামে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়াকে জেলে পাঠানোর বিষয়ে দাবি তুলেন। প্রধানমন্ত্রী কিছু সময় নেতাদের কথা শুনেন। এরপর প্রধানমন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের জেলা দেয়া হয়েছে। কিন্তু তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ এজন্য তার বোন, ভাই এবং বোনের জামাই আমার কাছে এসেছে এবং আবেদন করেছে। এজন্য তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘এখন যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আবার তাকে (খালেদা জিয়া) জেলে পাঠিয়ে দেবো।’

আওয়ামী লীগ সভাপতি প্রশ্ন রাখেন, ‘বিএনপি লাফালাফি করে তাদের নেতাটা কে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আমলে কয়টা সরকার ছিল? প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা আর অন্যদিকে হাওয়া ভবনে একটা। কোনো উন্নয়নের কাজ হয়নি। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করলাম। তখন ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি। এর মাধ্যমে বাঝাই যাচ্ছে খালেদা জিয়া তার সরকারের আমলে কোনো ফসলই উৎপাদন করতে পারেনি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর