রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২২ ৪:৪৯ : অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে ৮৭৩ জন আক্রান্ত হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৪১ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় কমলো শনাক্ত, মৃত্যু নেই
গতকাল রোববার দেশে ১ হাজার ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪৫ এবং ঢাকার বাইরে ৩২৮ জন।
সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন।
প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
আরও পড়ুন: ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস শুরু সকাল ৯টায়, শেষ ৪টায়