শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির সাত এমপির পদত্যাগের বিষয়ে যা বললেন কাদের


ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২২ ৪:২৭ : অপরাহ্ণ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেকে গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাদের (বিএনপির) সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে? এটা বিএনপির দলের সিদ্ধান্ত, সরকারের নয়।’

আজ রোববার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বেশি ঘাঁটাবেন না, কেঁচো বেরিয়ে আসবে, কাদেরকে হুঁশিয়ারি ফখরুলের

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি-দলটির এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখনো নির্বাচনের এক বছর বাকি। অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গের নাটক। গতবারও আসবে না, আসবে না। পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় সেটা দেখুন। পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতির জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ওয়াসিকা আয়েশা খান, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, সেলিম মাহমুদ, সায়েম খান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর