শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর


আজ গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২২ ৫:৫৬ : অপরাহ্ণ

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির একটি সূত্র রাজনীতি সংবাদকে এ তথ্য জানিয়েছে।

দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়। সভা এখনো চলছে।

সূত্রটি জানিয়েছে, বিগত সময়ে দুদিনব্যাপী সম্মেলন হলেও এবার ব্যায় সংকোচনসহ নানা বিবেচনায় একদিনেই সম্মেলনের সব কার্যক্রম সম্পন্ন হবে।

২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। তিন বছরের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে।

ওই সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গত দুবারের মতো এবারও নির্ধারিত সময়েই সম্মেলন করতে যাচ্ছে দলটি।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৯ বছর। এ পর্যন্ত দলটির ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর