মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রংপুরেও বিএনপির সমাবেশের আগে বাস ধর্মঘটের ঘোষণা



প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২২ ৩:৩২ : অপরাহ্ণ

রংপুরেও বিএনপির বিভাগীয় সমাবেশের আগে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার ভোর থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছে মালিক সমিতি।

মহাসড়কে নসিমন, করিমনের মতো তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে মালিক সমিতি এই ঘোষণা দেয়।

রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, গত ২৬ অক্টোবর রাতে রংপুর জেলা মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ মালিকদের নিয়ে একটি যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতির ভিত্তিতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সকল রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি।

বিএনপি বলছে, গণসমাবেশে যেন মানুষ আসতে না পারে সেজন্যেই সরকারি এই পরিবহন ধর্মঘট।

আরও পড়ুন: এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে বাস ধর্মঘটের ডাক

এর আগে বরিশালেও বিএনপির গণসমাবেশের আগের দিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহ ও ২২ অক্টোবর খুলনার বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক ও শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেন।

এতে দুদিন ধরে বাস বন্ধ থাকায় গণসমাবেশমুখী নেতা-কর্মীদের পাশাপাশি চাকরিজীবী, চাকরিপ্রার্থী এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।

জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের ১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি।

এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর