শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২২ ১০:১১ : পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোহিঙ্গারা হলেন-আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা ১৭ নম্বর ক্যাম্পের ব্লক ডি ও সাব ব্লক এইচ/৭৬ এর বাসিন্দা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ জানান, ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা সি ব্লকের বাসিন্দা আয়াত উল্লাহ এবং ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এরআগে গতকাল বুধবার ভোরে ১০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত হয়।

চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর