রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

খুলনা রেলস্টেশনে ভাঙচুর: বিএনপির ১৭০ নেতা-কর্মীর নামে মামলা


শনিবার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় নাম উল্লেখ না করে বিএনপির ১৭০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতা-কর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে তারা মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে অজ্ঞাতনামা ১৭০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রেলস্টেশন যেহেতু একটি রাষ্ট্রীয় সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: খুলনার সমাবেশে জনসমুদ্র

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর