বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

‘ফাইজলামি করেন আপনারা’, ভোটকেন্দ্রে ইউএনওকে শাসালেন মেয়র সাদিক


বরিশাল জিলা স্কুলকেন্দ্রে ইউএনও মনিরুজ্জামানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২২ ১:০৯ : অপরাহ্ণ

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে দলবল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

দলবল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ না করতে মেয়রকে অনুরোধ করেন ইউএনও। এতে ক্ষেপে যান সাদিক। এ সময় ইউএনওকে ধমক দিয়ে নানা কথা শোনান তিনি। ইউএনওকে ‘স্টুপিড’ও বলেন তিনি।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে বরিশাল জিলা স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইউএনওর সঙ্গে বিকবিতণ্ডার দৃশ্যটি মেয়র সাদিক আব্দুল্লাহর ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৯টার দিকে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে বরিশাল জিলা স্কুলকেন্দ্রে যান মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি প্রমুখ।

তারা এক নম্বর ভোটকক্ষে প্রবেশের সময় বরিশাল সদরের ইউএনও মনিরুজ্জামান মেয়র সাদিককে দলবেধে ভোটকক্ষে প্রবেশ না করতে অনুরোধ করেন। এ সময় ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেয়র।

এ সময় মেয়র সাদিক ইউএনওর উদ্দেশে বলেন, ‘আমি কি ঢুকছি এখানে? আমি কি ঢুকছি? কেন সিনক্রিয়েট করতেছেন? আপনি কে? আমি কি ঢুকছি? তারপরও আপনি কথা বলতেছেন। আমি কি শিশু? স্টুপিডের মতো কথা বলেন। যেভাবে ভাবটা করেন তাতে বুঝা যায় দল বাইধা ঢুকতেছি। ভোটার হইছে ১৭৪ জন। তাহলে সমস্যা কোথায় আপনাদের?’

তখন কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না পাশ থেকে বলেন, ‘এখানে সবাই ভোটার, আপনি চেনেন না। আপনে বরিশালে মনে হয় নতুন।’

এ কে এম জাহাঙ্গীর ইউএনওকে বলেন, ‘উনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র। আমি জেলা পরিষদের চেয়ারম্যান এবং উনি উপজেলা পরিষদ চেয়ারম্যান।’

এ সময় ইউএনও বলেন, ‘চেয়ারম্যান মহোদয় আমি আপনাদের চিনি। আমি এমন কিছু বলিনি।’

মেয়র সাদিক ইউএনওকে বলেন, ‘আমি তো ভেতরে ঢুকিনি। আসার পর থেকে আপনারা বলতেছেন। ফাইজলামি করেন আপনারা। আপনে কানে কথা শোনেননি।’

তখন ইউএনও মেয়রকে বলেন, ‘আপনাকে কিছু বলিনি স্যার।’

এ বিষয়ে বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘ভোট কক্ষে ফেসবুক লাইভ করার কোনো বিধান নেই।’

মেয়রের ফেসবুক পেজের লাইভের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর