বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

চট্টগ্রামে বিএনপির সমাবেশ ফ্লপ হয়নি: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২২ ১০:৩২ : অপরাহ্ণ

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ ফ্লপ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির সমাবেশ ফ্লপ হয়নি, ভালোই লোক হয়েছে।’

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে লাখো মানুষের ঢল নামে।

আরও পড়ুন: চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে লাখো মানুষের ঢল

বিএনপির এ সমাবেশ প্রসঙ্গে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি তিনমাস হাঁকডাক করে গণসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলিখেলায়ও এরচেয়ে অনেক বেশি মানুষ হয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের এ মন্তব্যের একদিন পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা বক্তব্য দিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমি বলেছি, চট্টগ্রামে লাখের কাছে লোক হয়েছে। সত্যকে আড়াল করে তো লাভ নেই। সত্যকে আড়াল করবো কেন? এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চায় না। কেউ বলে ২৫ হাজার, ৩০ হাজার।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে লোক দেখে আমরা ভয় পাই না। তারা যত লোকের টার্গেট দেয়, তত লোক কি হয়?’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শুধু বিএনপিকে বলি শান্তিপূর্ণ থাকেন; ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসাতে পারি। কিন্তু যানজটের কি অবস্থা হবে?’

কাঁধ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত কেন নামাতে পারছে না বিএনপি-এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে? দেশের সংবিধান সম্মত উপায়েই নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর