রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বাধা উপেক্ষা করে ময়মনসিংহে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের ঢল

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, প্রমাণ গাইবান্ধা: ফখরুল


আজ বিকেলে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২২ ৬:২৬ : অপরাহ্ণ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১ হাজার ৩৮০টা সিসি ক্যামেরা ছিল, পর্যাপ্ত নাকি নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ-র‌্যাব পাহারায় ছিল, তারপর ওই নির্বাচন দুপুরের মধ্যে বন্ধ ঘোষণা করতে হয়েছে। এ থেকেই প্রমাণ হয়, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের মঞ্চে একটি সুসজ্জিত চেয়ার ফাঁকা দেখা গেছে। দলটির নেতা-কর্মীরা জানিয়েছেন, আসনটি খালি রাখা হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।

বিএনপির এই সমাবেশকে ঘিরে শুক্রবার রাত থেকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

সমাবেশ স্থলমুখী সড়কে বাস চলাচল বন্ধ থাকায় বিএনপির নেতা-কর্মীরা বাধ্য হয়ে জলপথে নৌকা-ট্রলারে করে সমাবেশ যোগ দেন।

নেতা-কর্মীরা দূরদূরান্ত থেকে নগরের পলিটেকনিক মাঠে এসে রাত্রি যাপন করেন।

আজ সকালে আশপাশের জেলা থেকে ট্রলারযোগে ময়মনসিংহ শহরে আসেন, অনেকে আবার দূরদূরান্ত থেকে দীর্ঘপথ হেঁটে, ছোট ছোট যানে ভেঙে ভেঙে শহরে পৌঁছান।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, প্রমাণ গাইবান্ধা: ফখরুল

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে নেতা-কর্মীদের স্রোত বাড়তে থাকে, জনাকীর্ণ হয়ে উঠে ময়মনসিংহের পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ।

স্লোগান, মিছিল আর বাদ্যের তালে তালে মুখরিতে হয়ে উঠে পুরো এলাকা।

ময়মনসিংহের চার বিভাগ ছাড়াও কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকে নেতা-কর্মীরা মিছিলসহকারে সমাবেশ যোগদান করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমি যখন ময়মনসিংহে রওনা দিলাম, গাজীপুর পার হওয়ার পর মনে হলো, হরতাল চলছে নাকি কারফিউ চলছে। রাস্তায় কোনো গাড়ি নেই, ট্রাক নেই। কিছু ছোট ছোট ট্রাকে আমাদের কিছু নেতা-কর্মীরা আসছে। এরপরে শুনলাম মাঝখানে লাঠিসোঁটা নিয়ে নাকি ছাত্রলীগের সোনার ছেলেরা দাঁড়িয়ে আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারপর যখন কাছে পৌঁছলাম দেখলাম সোনার ছেলেরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমাদের ছেলেরা তাদের তাড়িয়ে দিয়েছে। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আজকের সভা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ তারা কোনো বাধা মানবে না। তারা অবশ্যই এই দেশকে মুক্ত করে ছাড়বে।’

আরও পড়ুন: সিসি ক্যামেরায় ধরা পড়লো জালিয়াতি, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত

মির্জা ফখরুল বলেন, ‘একটা বিষয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেটা প্রমাণ হয়েছে। তাই এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চুরি, দুর্নীতি, ডাকাতি এগুলো আওয়ামী লীগের মজ্জাগত। আওয়ামী লীগ চোরের দল, এটা আমার কথা না। কথাটা ওদের নেতা শেখ মুজিবুর রহমানের। ১৯৭৪ সালে যখন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষের সময় তিনি বললেন- আমার তো সব চোরের দল। কম্বল গুলো যে আসলো বিদেশ থেকে, আমার কম্বল কোথায় গেল। এই হচ্ছে আওয়ামী লীগ।’

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর