বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

মিরপুরে ট্রাফিক পুলিশবক্সে হামলা, ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২২ ৩:৩১ : অপরাহ্ণ
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা ট্রাফিক পুলিশবক্সে হামলা করেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর মিরপুর এলাকায় ট্রাফিক পুলিশবক্সে হামলার ঘটনা ঘটেছে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫-৩০ জন অটোরিকচালক একত্রিত হয়ে পুলিশবক্সে হামলা করে।

এ সময় হামলাকারীরা ইট নিয়ে পুলিশ কনস্টেবল মিজানুরের মুখ থেঁতলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে হামলাকারীরা মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালান।

পরে মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর ১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশবক্সে একজোট হয়ে হামলা চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিকবক্সে হামলা চালান। তারা ৫টি ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর