বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

নেতা-কর্মীদের ‘অতি উৎসাহী’ পুলিশের তালিকা করতে বললেন আমীর খসরু


চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৩ অক্টোবর, ২০২২ ৩:৫১ : অপরাহ্ণ

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ ঠেকাতে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি এবং সমাবেশস্থলে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগর বিএনপির নাসিমন ভবন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আমীর খসরু বলেন, ‘বুধবার আওয়ামী সন্ত্রাসী বাহিনী নগরের বিভিন্ন প্রবেশদ্বারে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। অনেক জায়গায় গাড়ি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আগের দিন রাতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে বিএনপির অনেক নেতা-কর্মীকে। এছাড়াও অনেক নেতা-কর্মীর অফিস ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। সমাবেশ বাধাগ্রস্ত করতে যা যা করার সবই করেছে তারা। তারপরও সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এতেই বুঝা যায়, জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারে না।’

আরও পড়ুন: র‌্যাব নয়, নিষেধাজ্ঞা দিতে হবে হাসিনার সরকারকে: মির্জা ফখরুল

বাধা-বিপত্তি-হামলা উপেক্ষা করে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে গতকাল বুধবার সমাবেশ সফল করায় বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে আমীর খসরু বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’

কিছু পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘অতি উৎসাহী পুলিশ সদস্যরা চাকরিতে ঢোকার সময় যে শপথবাক্য পড়েছিলেন, তা নতুন করে পড়ুন। বাংলাদেশের সংবিধানটাও নতুন করে পড়ে নিন।’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার এত বেড়েছে যে, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় বাধা পেরিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সত্যিকার অর্থে এটি প্রেরণাদায়ক। এই শৃঙ্খল ভাঙতে গিয়ে অনেক নেতা-কর্মী আহত, পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে জীবন বিপন্ন করে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

প্রসঙ্গত, নিত্যপণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী হত্যা ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল বুধবার চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় গণসমাবেশ করে চট্টগ্রাম বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর