নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০২২ ১০:২৮ : অপরাহ্ণ
ধীরে ধীরে বাংলাদেশ ডেঞ্জার জোনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
আজ রোববার জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, দেশের রিজার্ভ ক্রমশ কমছে। রিজার্ভের অবস্থা খুবই খারাপ। সরকার সবই জানে বোঝে, কিন্তু এখনো কোনো সতর্ক ব্যবস্থা নিচ্ছে না।
জাতীয় সংসদের এই বিরোধীদলীয় উপনেতা বলেন, বড় প্রকল্পগুলো থেকে আয় দেখাতে না পারলে ঋণ শোধ করা কঠিন হবে। দুর্নীতির মাধ্যমে বড় বড় প্রকল্পের ঋণের টাকা পাচার হচ্ছে। দেশে জবাবদিহিতা নেই। সরকার তথ্য গোপন করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না মন্তব্য করে জি এম কাদের বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে। যে সরকার দেশের সাধারণ মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে, তাদেরকেই মানুষ বেছে নেবে নির্বাচনের মাধ্যমে।