রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

হলসহ ইডেন কলেজ বন্ধ ঘোষণা


ছাত্রলীগ নেত্রীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর ইডেন কলেজ ও ছাত্রীনিবাসগুলি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ সেপ্টেম্বর, ২০২২ ৭:১১ : পূর্বাহ্ণ

ছাত্রলীগ নেত্রীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর এবার ইডেন কলেজ ও ছাত্রীনিবাসগুলি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থীদের এ তথ্য জানিয়েছে।

জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে দূর্গা পূজা, ঈদের মিলাদুন্নবী, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

ইডেন কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের মিলাদুন্নবীর ছুটিতে কেবল কলেজ ও ছাত্রীনিবাস বন্ধ হত। এছাড়া অন্য সকল বন্ধ চলাকালীন কলেজ বন্ধ হলেও ছাত্রীনিবাস খোলা থাকতো। তবে এবারই এর ব্যত্যয় ঘটিয়ে কলেজের সঙ্গে ছাত্রীনিবাসও বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বঙ্গমাতা ফলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সাথে অন্য কোন কিছুর সম্পর্ক নেই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত। অসুস্থ হয়ে ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী কিছু দিন বাইরে অবস্থান করলে তার নিয়ন্ত্রণে থাকা জেবুন্নেসা হলের ২০৫ নম্বর কক্ষ ছেড়ে দিতে বলা হয়।

কক্ষের অধিকার নিশ্চিতে জান্নাতুল গত শনিবার কলেজে গেলে তার ওপর চড়াও হয় সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীরা। এ নিয়ে বেশ কয়েকদফা ছাত্রীদের হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে।

এসব ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর