শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচন নিয়ে শঙ্কিত: প্রধানমন্ত্রী


নিউইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশের সময় :২৫ সেপ্টেম্বর, ২০২২ ৭:৪১ : পূর্বাহ্ণ

ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্থানীয় সময় শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ভোট চুরি করতে পারবে না বলেই আগামী নির্বাচন নিয়ে শঙ্কিত। এমনকি স্বচ্ছভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই বিএনপি শঙ্কিত। জনগণ সচেতন, তাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিলে আন্দোলন করে তা আদায় করে নেবে।’

আওয়ামী লীগ সরকারের মেয়াদে নির্বাচন স্বচ্ছ হওয়ার কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটেই ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কখনও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি।’

শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন তারা কারা? আওয়ামী লীগ সব সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তারা (বিএনপি) সত্যিই চিন্তিত যে একটি স্বচ্ছ নির্বাচন হবে। কারণ, তারা ভোট কারচুপি এবং ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার রাখার সুযোগ পাচ্ছে না। অন্যথায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দেবে। ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন এমন পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর