শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

নিহত যুবদল নেতা শাওনের জানাজা সম্পন্ন, শনিবার বিক্ষোভের ডাক


আজ মাগরিবের নামাজের পর রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শাওনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২২ ৭:১৮ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের (২৬) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শাওনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনে জানাজে নামাজ শেষে শাওনের মরদেহ মুন্সীগঞ্জে নিজের বাড়ির উদ্দেশে রওনা হয়।

এদিকে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে ‘হত্যার প্রতিবাদে’ প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেল তিনটায় নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

জানাজা নামাজের আগে নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘শাওনের রক্ত বৃথা যেতে দিবো না। সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার নিবো। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে পতন ঘটানো হবে।’

এর আগে দিনভর মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতার সৃষ্টি হয়। শুরুতে বলা হয়েছিল বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু মরদেহ হস্তান্তর না করায় সময় ঘোষণা করা হয় বিকেল ৫টায়। এরপরও সময় মতো মরদেহ প্রদান করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে শাওনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

শাওনের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন শাহবাগ থানার এসআই শহিদুল ইসলাম।

তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শাওনের কপালের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন ও মাথার পিছনে ডান পাশে গভীর ক্ষত চিহ্ন আছে। সেখান দিয়ে মগজ বেরিয়ে গেছে।

উল্লেখ্য, গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম ও সদর থানার ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিএনপির মিছিলে বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশ প্রথমে বিএনপির মিছিলের ব্যানার ছিড়ে ফেলে। এরপর নেতা-কর্মীদের লাঠিচার্জ করে। তখন নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে উপর্যপুরি ইটপাটকেল মারেন। এসময়ে পুলিশও কাদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করেন।

এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ বিএনপির অন্তত ৬০ জন আহত হন। এর মধ্যে যুবদল নেতা শাওনসহ গুরুতর আহতদের বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৮ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাওনের।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর