শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

বিজয়ের ট্রফি হাতে ঢাকায় ফিরেছেন নারী ফুটবলাররা, উষ্ণ সংবর্ধনা


ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৫ : অপরাহ্ণ

নেপালে ইতিহাস গড়া সাফ চ্যাম্পিয়ন ট্রফি জয় শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

আজ বুধবার বেলা ১টা ৫০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তাদের বর্ণিল সংবর্ধনা দেওয়া হয়। খেলোয়াড়দের মিষ্টিমুখ করান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

এর পর অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সেখানে ফুটবলাররা তাদের অনুভূতির কথা জানাবেন।

এর পর বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে এ অভ্যর্থনা চলবে বাফুফে পর্যন্ত।

বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষজনও। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। এছাড়া বিকেএসপির শিক্ষার্থীরাও দল বেঁধে এসেছেন।

গত সোমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর