নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৯ : অপরাহ্ণ
রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
এরমধ্যে তাবিথের অবস্থা গুরুতর। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। এর এক ঘণ্টা আগে ওই রাস্তায় জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচির শুরুর আগে বক্তৃতা করছিলেন প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়।