শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

একটি গ্লাসভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত: দোরাইস্বামী


রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে বিদায়ী হাইকমিশনারের নিমন্ত্রণে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২২ ৯:২৪ : পূর্বাহ্ণ

ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘একটি গ্লাসভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। ওই গ্লাসের পানি কখনও ভাগ করা যাবে না। মিলেমিশে একাকার। আমাদের বন্ধনটুকুও ঠিক এমনই।’

বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে বিদায়ী হাইকমিশনের নিমন্ত্রণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই দেশের সম্পর্ক আত্মার। আমরা একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসি। বর্তামানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে উঁচুতে।’

দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশ অসাধারণ একটি দেশ। বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে কখনও ভুলবো না। দুদেশের মানুষের মধ্যে যে ভালোবাস, তা চিরদিনের। একটি গ্লাস ভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। ওই গ্লাসের পানি কখনও ভাগ করা যাবে না। মিলেমিশে একাকার। আমাদের বন্ধনটুকুও ঠিক এমনই।’

বিদায়ী ভারতীয় হাইকমিশনার বলেন, ‘যতদিন বাংলাদেশে দায়িত্ব পালন করেছি, ভালোবাসা আর সন্তুষ্টির মধ্য দিয়ে কাজ করেছি। সবার ভালোবাসা আর সন্তুষ্টি নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছি।’

অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর