নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৫ : অপরাহ্ণ
রাজধানীতে বিএনপির একটি সমাবেশকে ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ চলছে। এতে বিএনপির অনেক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-৬ এলাকায় এ ঘটনা ঘটে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিন কর্মী নিহতের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।
বিকেল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর একটায় তাদেরকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
দুপুর ১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, দুপুর একটার সময় সমাবেশ করার জন্য ডিসি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পর আমাদের নেতা-কর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি বর্ষণ করে। এতে আমাদের অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।