শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বাংলাদেশে আর গোলা পড়বে না, প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২২ ৪:০১ : অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ সীমানায় মিয়ানমার আর কোনো গোলা ফেলবে না বলে নিশ্চয়তা দিয়েছে দেশটি। পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিকও আর বাংলাদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দেয়া হয়েছে।’

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়া নিয়ে এই সম্মেলন আয়োজিত হয়।

আবদুল মোমেন বলেন, ‘মিয়ানমারে হালকা কলহ হচ্ছে। ইতোমধ্যে এ নজির আমরা পেয়েছি। পরিপ্রেক্ষিতে সময়োপযোগী ব্যবস্থা নেয়া হয়েছে। আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেয়া হবে না। সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই মিয়ানমার সরকারকে অনুরোধ করা হয়েছে, তাদের গোলা যেন বাংলাদেশের দিকে না আসে। কারণ, এদেশে সীমান্তে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। দেশটি আমাদের কথা শুনেছে। তারা বলেছে, বাংলাদেশ সীমান্তে আর কোনো গোলা পড়বে না।’

আবদুল মোমেন বলেন, ‘আমরা শুনেছি, সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির মধ্যে সংঘাত হচ্ছে। তাদের অনেকে সীমান্তের কাছাকাছি থাকে। ফলে ওদের বুলেট আমাদের দিকে আসছে। আর তা আসবে না বলে আশ্বাস দিয়েছে তারা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারকে বলেছি, তাদের আর কোনো লোক যেন বাংলাদেশে না আসে। তারা নিশ্চয়তা দিয়েছে, এ ব্যাপারে সতর্ক থাকবে। ফলে আশা করি, দেশটি থেকে আর লোক এদেশে আসবে না। এরই মধ্যে বর্ডার বন্ধ করে দিয়েছি আমরা।’

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে। তার আগের সপ্তাহেও দুদিন মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর