শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

৩০ মাসের বিল বাকি, গয়েশ্বরের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:২১ : অপরাহ্ণ

৩০ মাসের গ্যাস বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজধানীর রায়েরবাজার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি।

আজ সোমবার গয়েশ্বরের বাসায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ্ গণমাধ্যমকে জানান, এক লাখ ৭০ হাজার টাকার বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

তিতাস বলছে, গয়েশ্বরের রায়েরবাজার শেরে বাংলা সড়কের ২২৬/১ নম্বর বাসায় সাতটি ডাবল বার্নার চুলার অনুমোদন রয়েছে। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। এর পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাস গ্যাসের বিল পরিশোধ করেননি বিএনপির এই নেতা। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।

তিতাস এমডি হারুনুর রশীদ মোল্লাহ্ জানিয়েছেন, জরিমানাসহ পাওনা পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর