রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

হাসপাতালে ডাক্তার দেখালেন ‘অসুস্থ’ পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪২ : অপরাহ্ণ

‘শারী‌রিক অসুস্থতার’ কার‌ণে শেষ মুহূর্তে নয়া‌দি‌ল্লি সফ‌রে না যে‌তে পারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা ক‌রে‌ছেন।

আজ মঙ্গলবার সকালে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান পররাষ্ট্রমন্ত্রী।

বিএসএমএমইউর এক কর্মকর্তা এ তথ্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

ওই কর্মকর্তা জানান, এ সময় মন্ত্রীর স্ত্রীও এসেছিলেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কার্ডিওলজি বিভাগে ইকো, ইসিজি করেছেন। এরপর তিনি বাসায় চলে যান।

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. চৌধুরি মোশকাত আহমেদ এবং অধ্যাপক ডা. আবুল হাসনাত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে তার শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জা‌নিয়ে‌ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর