নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪২ : অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার রাতে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
আসলাম উদ্দিন বলেন, জি এম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা যায়নি। তার মোবাইলটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
জি এম কাদের জানান, ওইদিন রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন তিনি। এসময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন। এরমধ্যে হাতে থাকা মোবাইলটি এক যুবক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি নিয়ে উধাও হয়। প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।