রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

জুমার নামাজের সময় বিস্ফোরণ, শীর্ষ তালেবান নেতাসহ বহু নিহত



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৫ : অপরাহ্ণ

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৩ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

হেরাতের পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেছেন, ‘মুজিব রহমান আনসারি, তার কয়েকজন রক্ষী এবং বেসামরিক লোককে মসজিদের দিকে যাওয়ার পথে হত্যা করা হয়েছে।’

বিস্ফোরণে কতজন হতাহত হয়েছে তা জানাননি রাসোলি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ১৪ জন নিহত হয়েছে।

রাসোলি আরও জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। সূত্র বলছে, তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি।

এর আগেও আফগানিস্তানের একাধিক মসজিদে হামলার ঘটনা ঘটে। তবে সেগুলোর দায় স্বীকার করেছিল আইএসআইএল।

প্রসঙ্গত, হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ। তালেবান সুন্নিপন্থি দল।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর