শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

‘খালেদা জিয়ার লিভার নাকি পচে গেছে, কী খেলে পচে সেটা বলতে চাই না’


আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২২ ৩:৪১ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডাক্তারা রিপোর্ট দিয়েছে, খালেদা জিয়ার নাকি খুবই খারাপ অবস্থা। তার লিভার নাকি পচে গেছে। কী খেলে লিভার তাড়াতাড়ি পচে সেটা তো সবাই জানে, এটা আমি মুখ দিয়ে বলতে চাই না।’

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও, আহ্লাদের আর শেষ নেই। পৃথিবীতে কোনো দেশে আছে এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল।’

সরকারপ্রধান বলেন, ‘অন্তত আমি এটুকু দয়া করেছি, যে বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাঁটতে, চলতে, উঠতে, বসতে অসুবিধা হয়। শুয়ে পড়লে একজন না ধরলে উঠতে পারে না। জেলখানায় যখন এই অবস্থা দেখেছি…আমি আমার ক্ষমতার মাধ্যমে তাকে বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন তিনি সেজেগুজে ভ্রু এঁকে হাসপাতালে যান।’

শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে কোন মুখে চায়? বার বার আমাকে হত্যার চেষ্টা করেছে। আমার নেতা-কর্মীদের হত্যা করেছে। তারপরও আমি তো তার (খালেদা জিয়া) ছেলে কোকো মারা যাওয়ার পর গিয়েছিলাম সান্ত্বনা দিতে। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। তারপরও তার প্রতি অনেক দয়া দেখানো হয়েছে। আর দয়া দেখানো সম্ভব না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে-বিদেশে অনেকে বিরুদ্ধাচরণ করছে। তারা কারা? যুদ্ধাপরাধী ও তাদের সন্তান, ৭৫ এর খুনি ও তাদের সন্তান বা স্বজন এবং কিছু অপরাধী, যারা অপরাধ করে বিদেশ পাড়ি দিয়েছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর