নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২২ ১২:২৭ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, যারা অপারেশন ক্লিনহার্টের মাধ্যমে আমাদের নেতা-কর্মীদের অত্যাচার করে মেরেছে তারা (বিএনপি) আজকে বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করছে। বিদেশিরা রিকোয়েস্ট করছে, ওদেরকে একটু জায়গা দেওয়া যায় কিনা।’
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকীতে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে। ২০০১ সালে কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাসকর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল।’
শেখ হাসিনা বলেন, ‘হত্যা-খুনই বিএনপির চরিত্র। তারপরও তাদেরকে আদর করে নাকি নির্বাচনে আনতে হবে। কেন এতো আহ্লাদ কিসের? ক্ষমতায় নিয়ে যাওয়ার মালিক দেশের জনগণ।’
২১ শে আগস্ট গ্রেনেড হামলার কথা বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিন আমি বক্তৃতা শেষ করে মাইকটা যখন টেবিলে রাখতে যাব এমন সময় আমাদের ফটোগ্রাফার এসে বলে, আপনি একটু দাঁড়ান আমি ছবি নিতে পারি নাই। এ সময় অন্যান্য সাংবাদিকও অনুরোধ করে, আপা একটু দাঁড়ান। ওই মুহূর্তেই কয়েক সেকেন্ডের মধ্যে চারদিক থেকে গ্রেনেড হামলা শুরু হয়।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘২১ আগস্ট হামলা ছিল পরিকল্পিতভাবে আমাকে হত্যার করার ষড়যন্ত্র। ২১ আগস্টের আগে খালেদা জিয়া বিভিন্ন সমাবেশে দেওয়া বক্তব্যে বলতেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরে থাক বিরোধী দলীয় নেতা হিসেবেও থাকবে না। এই বক্তব্যগুলোর রেকর্ড এখনও আছে। তার মানে আমাকে হত্যা করা হবে সে খবর সে আগে থেকেই জানত, না হলে এই ধরনের কথা কীভাবে বলে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে হত্যার ষড়যন্ত্র এখনও থেমে থাকেনি। আমার বাবা যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন তাকে হত্যা করা হয়। আজ আমরাও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং যে কোনো সময় আঘাত আসতে পারে।’