নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ আগস্ট, ২০২২ ৭:০৬ : অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে কথা উঠলে সরকারের পক্ষ থেকে এটিকে হাস্যকর হিসেবে উড়িয়ে দেওয়া হয়। ফলে সারা বিশ্বের কাছে আমরা মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছি।’
আজ শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবেশি বন্ধুদেশ ভারতকেও অস্বস্তিতে ফেলেছে’
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের এক অনুষ্ঠানে বলেছেন, ‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি।’
সংসদের বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। আবার প্রতিনিধি পছন্দ না হলে ভোটের মাধ্যমে পরিবর্তন করার অধিকার চান। প্রজাতন্ত্র মানে দেশের মালিকানা সাধারণ মানুষের। দেশের মালিকানা সাধারণ মানুষের না থাকলে এবং জবাবদিহি নিশ্চিত না হলে কখনোই দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।’
দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘এ বছর সরকারকে ঋণের সুদ দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা। আগামী এক-দুই বছরে ঋণের আসলসহ সুদের টাকা পরিশোধ করতে হবে। তখন অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে পারে দেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, তখন শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে দেশ।’
অনুষ্ঠানে জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে ড. নিমচন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জে এল ভৌমিক, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নকুল চন্দ্র সাহা, সুমন কুমার রায়, দ্বীজমণি গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দে, সমবায়বিষয়ক সম্পাদক শংকর পাল বক্তব্য দেন।