নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২২ ১:২৩ : অপরাহ্ণ
রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
এদিকে, পানি আনতে দেরি হওয়ার কারণে আরেকটি ভবনেও আগুন লেগে যায়। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।
আগুন লাগার পর থেকে নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলছেন।