শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিদেশী শক্তির কাছে মাথানত করার দল আওয়ামী লীগ নয়: কাদের


ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২২ ৪:১৫ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিদেশী শক্তির কাছে মাথানত করার দল আওয়ামী লীগ নয়। বিএনপি আবারো আগুন সন্ত্রাস নিয়ে আসলে জনতার প্রতিরোধ, সুনামিতে পরিণত হবে।’

আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে সঙ্কটে, একটা নেতিবাচক প্রভাব আজকে বাংলাদেশ মোকাবেলা করছে। আমরা জানি, অনেক মানুষের কষ্ট হচ্ছে। কস্ট অব লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট করছে এটা ঠিক। কিন্তু আমাদের সামনে কোনো উপায় ছিল না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পৃথিবীর কোনো দেশে সরকার পতন আন্দোলন না হলেও বাংলাদেশে অযৌক্তিকভাবে বিরোধী দলগুলো আন্দোলনের মাঠে নেমেছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলগুলোর সহায়তা চেয়েছিল সরকার।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া ড্রাইভারদের মতো বক্তব্য দিচ্ছেন।
এমন বেপরোয়া ড্রাইভিংয়ে যেকোনো সময় দুর্ঘটনা কবলিত হতে পারেন মির্জা ফখরুল ও তার দল বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। অথচ ইতিহাস বলে আমাদের সঙ্গে শত্রুতা তারাই করেছে বারেবারে। আমরা বিএনপির সঙ্গে শত্রুতা করিনি। ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে টার্গেট করে গ্রেনেড হামলা করার পরও তিনি কোকোর মৃত্যুর পর বেগম জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন শোকাহত মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা বন্ধ, বাইরের গেট বন্ধ শেখ হাসিনার মুখের ওপর। প্রতিপক্ষের মতো আচরণ আমরা করতে চেয়েছি, গণভবনে সংলাপ করেছি কিন্তু তারা আমাদের শত্রুই ভেবে এসেছে, শত্রুতাই করছে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংকটের সময় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সমীচীন নয়। প্রত্যেককে কথা-বার্তা, আচার-আচরণে দায়িত্বশীল হতে হবে। ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্য ঘাতক জিয়াউর রহমান। জুলিয়ার সিজার থেকে মহাত্মা গান্ধী; কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারীকে হত্যা করা হয়নি। অবুঝ শিশুকে হত্যা করা হয়নি। অন্তঃস্বত্বা নারীকে হত্যা করা হয়নি। কিন্তু পঁচাত্তরে কেউ রেহাই পায়নি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর