সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

রাজধানীতে এটিএম বুথে টাকা তোলার সময় ব্যবসায়ীকে হত্যা


অভিযুক্ত ঘাতক আবদুস সামাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২২ ১:৪৪ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় এটিএম বুথে টাকা তোলার সময় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে ওই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বুথের নিরাপত্তাপ্রহরী।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ (৪৪)। তিনি টঙ্গী এলাকায় টাইলসের ব্যবসা করতেন।

ঘটনার পর পর গুরুতর জখম অবস্থায় শরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রাত পৌনে একটার দিকে শরীফ উত্তরার ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা তুলতে যান। সেসময় অভিযুক্ত হত্যাকারী আবদুস সামাদ বুথে ঢুকে শরিফের টাকা কেড়ে নিতে চায়। শরিফ বাধা দিলে সামাদ তাকে ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এরপর শরিফের চিৎকারে বুথের নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে গেলে ছিনতাইকারী সামাদ দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর তাকে ধাওয়া করে জমজম টাওয়ারের সামনে থেকে ধরে ফেলেন ওই নিরাপত্তা কর্মী।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছিনতাইকারীকে আটক করে। তার কাছ থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর