সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

নিউইয়র্কে আলোচিত-সমালোচিত লেখক সালমান রুশদির ওপর হামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২২ ৯:৫৪ : অপরাহ্ণ
আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদি।
Rajnitisangbad Facebook Page

আলোচিত ও সমালোচিত লেখক ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বক্তৃতা দেওয়ার মঞ্চে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। খবর এপি ও বিবিসির।

‘দি স্যাটানিক ভার্সেস’ উপন্যাসটি লেখার কারণে বছরের পর বছর ধরে হত্যার হুমকি পেয়ে আসছেন এই লেখক। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

হামলার সময় সেখানে তিনি এক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান রুশদিকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। এমন সময় এক ব্যক্তি মঞ্চ উঠে এই হামলা চালান।

নিউইয়র্কে বক্তৃতাকালে সালমান রুশদির ওপর হামলা

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা এক লোককে মঞ্চে দৌড়ে উঠতে দেখেছেন। এরপর রুশদিকে হয় ঘুষি মেরেছে বা ছুরিকাঘাত করেছে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, রুশদির ওপর হামলা হলে উপস্থিত লোকেরা মঞ্চের দিকে ছুটে যায়।

বর্তমানে সালমান রুশদির কী অবস্থা তা জানা যায়নি।

‘দি স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খোমেনি সেদিনই ফতোয়া জারি করেছিলেন সালমান রুশদীকে হত্যা করার জন্য ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর