শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

পুলিশ কাগজ চাওয়ায় বাইকে আগুন দিলেন যুবক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২২ ৩:৫১ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজশাহী নগরীতে ট্রাফিক সার্জেন্ট একটি মোটরসাইকেল আটকে কাগজ না থাকায় মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাইকে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক।

চোখের সামনে নিমিষেই দাউ দাউ করে পুড়ে যায় টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের বাইকটি।

আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী আশিক আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া হাটুভাঙ্গার মোড় এলাকার আসাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাগজপত্র দেখতে চাইলে আপত্তি জানান মোটরসাইকেল আরোহী আশিক। চাবি নিতে চাইলে বাধাও দেন। এসব নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন তিনি।

আশিক আলী জানান, ঘনঘন ট্রাফিক পুলিশের দেয়া মামলায় বিরক্ত তিনি। এছাড়াও মোটা অংকের ঋণগ্রস্ত থাকায় রাগের মাথায় কাজটি নিজেই করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাফিক পুলিশের হয়রানির কারণে অনেক ক্ষেত্রেই অতিষ্ঠ হয়ে পড়ছেন বাইক চালকরা।

ঘটনার পরপরই পুলিশ আশিককে এবং তার পুড়ে যাওয়া মোটরসাইকেলটি নিয়ে আসে ট্রাফিক পুলিশ কার্যালয়ে।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা জানান, পুলিশের পক্ষ থেকে কোনও জোরজবরদস্তি করা হয়নি। কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বছরখানেক আগে রাজধানী ঢাকাতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এবার সেই ক্ষোভের আগুনে পুড়লো রাজশাহীর একটি মোটরসাইকেল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর