শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, তেল বিক্রি বন্ধ


রাজধানীর মতিঝিলে পেট্রোল পাম্পে বাইকারদের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২২ ১:১৪ : পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাজধানীসহ দেশের সব জেলার পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকদের উপচে পড়া ভিড় শুরু হয়। বিশেষ করে মোটরসাইকেলের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর মতিঝিলসহ সব পেট্রোল পাম্পের শত শত বাইকার তেল নেয়ার জন্য ভিড় করে। কিন্তু তেলের দাম বাড়ার খবর জানার সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দেয়।

যানবাহন চালকরা দীর্ঘ সময় এ পাম্প ও পাম্প ঘুরেও জ্বালানি তেল পাচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।

আরও পড়ুন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার

শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ করেই জ্বালানি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। রাত ১২টা থেকে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই ঘোষণা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সব পেট্রোল পাম্পে আগের দামে তেল কেনার জন্য বাইকার এবং গাড়ি চালকদের উপচে পড়া ভিড় শুরু হয়। কারণ রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সবাইকে বাড়তি দামে তেল কিনতে হবে।

কিন্তু সুযোগ বুঝেই অধিক মুনাফা লাভের আশায় পেট্রোলপামগুলো তেল বিক্রি বন্ধ করে দেয়।

পেট্রোল পাম্প কর্মীরা জানিয়ে দেয়, রাত ১২টার পর তেল বিক্রি শুরু হবে, এখন তেল নেই। বাইকার এবং গাড়ি চালকরা তখন এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে ছোটাছুটি শুরু করে।

কিছু পেট্রোল পাম্প জ্বালানি তেল বিক্রি অব্যাহত রাখলেও অধিকাংশই তেল বিক্রি বন্ধ রাখে।

আজহারুল ইসলাম অভিযোগ করেন, রাত সাড়ে দশটায় খবরটি জানার পর তিনি মতিঝিলের একটি পেট্রোল পাম্পে তেল কেনার জন্য ছুটে যান। গিয়ে দেখেন তার মতো আরো বহু বাইকার পেট্রোল পাম্পের সামনে অবস্থান করছে। কিন্তু পেট্রোল পাম্প গুলো তেল বিক্রি করছে না।

জানা গেছে, কোনো কোনো পেট্রোল পাম্প অকটেন বিক্রি করলেও পেট্রোল বিক্রি করছে না।

আজহারুল ইসলাম অভিযোগ করেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর পেয়ে পেট্রোল পাম্পগুলো অধিক মুনাফা লাভের আশায় তেল বিক্রি বন্ধ করে দেয়। কারণ দুই ঘন্টা পরে তারা নতুন দামে জ্বালানি তেল বিক্রি করতে পারবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর