রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৪ আগস্ট ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ
নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির।
তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নথিতে বলা হয়, সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন।
সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সামিটে অংশ নেয়া প্রতিনিধি দলের।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জিও ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।