বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইতিহাস গড়ে ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ জুলাই, ২০২২ ৮:৫৩ : অপরাহ্ণ

ইতিহাস গড়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ’র প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে তিনি বড় ব্যবধানে পরাজিত করেন তিনি।

দ্রৌপদী মুর্মু ভারতের ইতিহাসে প্রথম কোনো উপজাতি সম্প্রদায় থেকে নির্বাচিত প্রেসিডেন্ট।

আজ বৃহস্পতিবার তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। খবর এনডিটিভি।

দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লোখ ৪০ হাজার ৯৯৬ ভোট। কিন্তু এর বিপরীতে তিনি ইতোমধ্যে ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।

পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের যশবন্ত সিনহা। তিনি টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত দ্রৌপদীকে।

যশবন্ত সিনহা টুইটে লিখেছেন, ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীমতি দ্রৌপদী মুর্মু বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি, প্রকৃতপক্ষে প্রতিজন ভারতীয় আশা করেন- ১৫তম প্রেসিডেন্ট হিসেবে তিনি কারো পক্ষ না নিয়ে ভীতিহীনভাবে সংবিধানের রক্ষক হবেন।

এনডিটিভির খবরে বলা হয়, দ্রৌপদী মুর্মুর রাজ্য ঝাড়খন্ডে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রাতে রাস্তায় নেমে পড়েন সব বয়সী মানুষ। তারা এমন অবিস্মরণীয় মুহূর্তকে স্মরণীয় করতে নেচে গেয়ে উদযাপন করছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর