শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হামলাকারীসহ নিহত ৪



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ জুলাই, ২০২২ ৯:৩৯ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানীতে একটি শপিংমলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। এ ঘটনায় হামলাকারীও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইন্ডিয়ানার গ্রিনউড পার্ক শপিংমলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও এএফপির।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন সংবাদ সম্মেলনে বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। নিকটস্থ বার্থোলোমিউ কাউন্টির ২২ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে বৈধ অস্ত্র ছিল। তিনি শপিং মলে প্রবেশ করে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

তিনি আরো বলেন, বন্দুকধারীর গুলিতে হতাহতদের মধ্যে চারজন মহিলা এবং একজন পুরুষ ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নির্দিষ্ট লিঙ্গ বা বয়স জানতে পারেননি। আহত দুজনের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দুজনের অবস্থাই স্থিতিশীল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ গ্রিনউড পার্ক মলে বন্ধুদধারী হামলা চালালে একাধিক ব্যক্তি ৯১১ নম্বরে কল করেছিল।

এর আগে গত ৪ জুলাই শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর