সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

লিটারে ১৪ টাকা কমলো বোতলজাত সয়াবিন তেলের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২২ ৮:৫৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৪৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

আজ রোববার তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করে দাম পুন:নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজ দাম পুন:নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৯ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৮০ টাকা করে। আর পামঅয়েল বিক্রি হচ্ছে ১৫৪ টাকা করে।

এর আগে গত ২৬ জুন দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমায় ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর