সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২২ ১:৩৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে। এছাড়া নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা শুরু হলে পরীক্ষা শুরুর দুদিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা মধ্য আগস্টে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এ সময়ে দক্ষিণাঞ্চলে বন্যার পূর্বাভাস রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আমরা ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে চাই।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডগুলো পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করবে বলেও তিনি জানান।

এইচএসসির পরীক্ষার ব্যাপারে ডা. দীপু মনি বলেন, এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষার মাঝে বোর্ডগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য দুই মাসের সময় প্রয়োজন হয়। কিন্তু এবার বোর্ডগুলোকে একটু বেশি কষ্ট করতে হবে। তাদের ৪৫ দিনের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। অর্থাৎ নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা নিতে পারবো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর