শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়লো



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ জুলাই, ২০২২ ৪:২১ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময় ১ হাজার ৩২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকার ও একজন রংপুরের বাসিন্দা। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২৩ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় পাঁচজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ২৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর