রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২২ ৪:০৩ : অপরাহ্ণ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে অবশেষে পদত্যাগপত্রে সই করেছেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রটি এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।
যদিও যে পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করেছেন তার তারিখ দেয়া আছে ১৩ জুলাই, বুধবার।
স্পিকার মহিন্দা ইয়াপা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি আগামীকাল বুধবার গোতাতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
গোতাবায়ার দেশ ছেড়ে পালানোর চেষ্টা ব্যর্থ
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দিলেন না দেশটির বিমানবন্দরের ইমিগ্রেশনের কর্মীরা।
কলম্বো বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে অপমানজনকভাবে অপেক্ষমাণ রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ব্রিটেনের সংবাদমাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার গোতাবায়া রাজাপাকসে এভাবেই নিজ দেশে আটকে ছিলেন।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ইমিগ্রেশন কর্মীরা গোতাবায়া রাজাপাকসেকে ভিআইপি জোনে আসতে বাধা প্রদান করেন এবং পাসপোর্টে সিল দিতে অস্বীকার করেন। কিন্তু জনসাধারণের ভয়ে তার পক্ষে সাধারণ লাউঞ্জ দিয়েও ইমিগ্রেশন পার হওয়া সম্ভব ছিল না। পরে তাকে কাছের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এর আগে গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসের স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ মঙ্গলবার বিমানবন্দরে আসেন।
এর আগে গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান গোতাবায়া। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোথায় ছিলেন, তা এতোদিন নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রীর বাসভবনেও অবস্থান নেন।
এদিকে, বিক্ষোভ জোরালো হলে গত শনিবারই গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার করা গঠন হলে তিনি পদত্যাগ করবেন।