নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ জুলাই, ২০২২ ৫:১৫ : অপরাহ্ণ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৭২৮ জন শনাক্ত হয়েছে। এ সময় করোনায় চারজনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগের ও একজন চট্টগ্রামের। মৃতদের দুজন পুরুষ ও দুজন নারী।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৫ জনে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার করোনায় সাতজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৯৮ জনের।
আরও পড়ুন: ঈদের দিন কি বৃষ্টি হবে
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন।
এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।