শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত অনেক বাড়লো, মৃত্যু ২



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২২ ৪:৫১ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৯০২ করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের ও ১ জন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬২ জনে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম

এসএসসি ও সমমানের পরীক্ষা আরও পেছালো

গতকাল শনিবার করোনায় ছয়জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১ হাজার ১০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর