মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০ | ৮ রমজান, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ জুলাই, ২০২২ ৩:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে রান্নার কাজে ব্যবহৃত প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৪ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। এখন ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার কিনতে ১ হাজার ২৫৪ টাকা লাগবে।

এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।

এ ছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে অটোগ্যাসেরও দাম বেড়েছে।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেছে।

আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭.৯১ থেকে বাড়িয়ে ৫৮.৪৬ টাকা ধার্য করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দরে কোনো রদবদল ঘটেনি। ফলে আগের ৫৯১ টাকাতেই তা পাওয়া যাবে।

সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম ৬২ টাকা বাড়ানো হয়। এরপর মার্চে তা বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়। পরে এপ্রিলে আরও ৪৮ বাড়িয়ে ১ ৪৩৯ টাকা ধার্য করা হয়।

তবে মে মাসে ১০৪ কমিয়ে ১৩৩৫ টাকা করা হয়। গত ২ জুন আরও কমিয়ে ১২৪২ টাকা করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর